Saturday, July 22, 2017


Champ ছবিটি দেখিতে বসিয়া প্রথমে হতাশ, পরে ক্ষুব্ধ ও আরো পরে বেদনায় দীর্ণ হইলাম। 

 রাজ চক্রবর্তী কেএই ছবির জন্য দশকের জঘন্যতম ছবির পুরস্কার প্রাপক করাই যায়। ছবিটি আদ্যোপান্ত বাজে। দেব যদিও শরীরটিকে বেশ সুঠাম বানাইয়াছেন, কিন্ত তাহাতে শেষ রক্ষা হয় নাই। চিরন্জিত কেবল আকর্ষণীয় এবং অবশ্যই রুক্মিনী মৈত্র । দখিনাা বতাসের মতো ঝকঝকে এক ষোড়ষী যৌবনা এই রুক্মিনী । যেন টলিউডের শ্যারোন স্টোন। জিৎ গাঙ্গুলীর সুরে প্রতিটা ট্রাক মনেে দাগ কাটিবে। তবু কেবল একটা দুর্বল চিত্রনাট্য কি করিয়া একটা সিনেমার ১২টা বাজাইতে পারে জানিতে হইলে অবশ্যই Champ দেখিয়া আসুন।আর সঙ্গে মাথাধরার ঔষধ নিতে ভুলিবেন না।
লেখক - চন্দন রায়

No comments:

Post a Comment

  BROCHURE   ICSSR SPONSORED WEEK LONG WORSKSHOP ON APPLICATION OF ECONOMETRICS THEORY IN EMPIRICAL RESEARCH: USE OF STATA14 SOFTWAR...